আমরা তাদের থামিয়ে দিয়েছি : জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার রাতে নাগরিকদের উদ্দেশ্যে একটি নতুন ভিডিওবার্তা প্রকাশ করেছেন। এতে তিনি, জনগণকে রাশিয়ান হামলাকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

ফেসবুকে পোস্ট করা এই ভিডিওর ক্যাপশনে লেখা আছে, ‌ ‘প্রত্যেক দখলদারের জানা উচিত, তারা ইউক্রেনীয়দের কাছ থেকে প্রচণ্ড তিরস্কার পাবে।’

অজ্ঞাত স্থান থেকে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘আমরা এমন একটি জাতি যারা এক সপ্তাহের মধ্যে শত্রুর পরিকল্পনা ভেঙে দিয়েছি। আমরা তাদের থামিয়ে দিয়েছি।’

 

তিনি বলেলেন, বন্দী রাশিয়ান সৈন্যরা ‘তারা এখানে কেন তা জানে না’। আর শত্রু সৈন্যরা ‘রাশিয়ায় ফিরতে পালাচ্ছে।’

জেলেনস্কি যোগ করেন, সৈন্যরা  ‘বিভ্রান্ত শিশু’,  মস্কোর নেতারা তাদের ‘ব্যবহার’ করছে।

কনোটপ, বাশটাঙ্কা, এনারগোদার ও মেলিটোপোল শহরের বেসামরিক নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। তিনি জানান, ইতোমধ্যে নরওয়ে, ইসরায়েল, কাজাখস্তান, কাতার, কানাডা, পোল্যান্ড ও ইউরোপীয় কাউন্সিলের নেতাদের সঙ্গে তিনি কথা বলেছেন।

তিনি ১৫ ইউক্রেনীয় সেনা সদস্যকে ইউক্রেনের হিরো উপাধি প্রদানের একটি ডিক্রিতেও স্বাক্ষর করেন। তাদের মধ্যে নয়জনই মরণোত্তর উপাধি পেলেন।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন