আমরা জিপিএ-৫ চাই না আমরা মেধাবী শিক্ষার্থী চাই

লালপুর প্রতিনিধি:
আমরা জিপিএ-৫ চাই না, আমরা মেধাবী ছাত্র-ছাত্রী চাই। যে জিপিএ-৫ পেয়ে ছাত্র-ছাত্রীরা দেশের কোন ভাল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেনা, সেই জিপিএ-৫ পেয়ে কি লাভ ? তারা সমাজের কোন ভাল কাজেও আসে না। তাই আমরা মেধাবী শিক্ষার্থী চাই। যারা আগামী দিনে দেশের বড় বড় প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করবে। ব্যবসা-বাণিজ্য করবে, দেশ পরিচালনা করবে। একাজে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সকলকে এগিয়ে আসতে হবে। তবেই আমরা সফল হতে পারবো।

বুধবার লালপুর উপজেলার বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০১৮ সালের পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ট শ্রেণীতে ভর্তি নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠানে লালপুরের কৃতি সন্তান ডিএমপির উপ-পুলিশ কমিশনার আলমগীর কবির পরাগ এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খায়রুল বাশার ভাদুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার আলমগীর কবির পরাগ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, অধ্যক্ষ সাইফুল ইসলাম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেশ মোঃ ইকবাল।

 

উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক সোলাইমান হোসেন, প্রাক্তন শিক্ষক আলহাজ্ব আমির আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন জাল্লু, লালপুর বার্তার উপদেষ্টা সম্পাদক এ কে আজাদ সেন্টু প্রমূখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী বৃন্দ । অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট কবি সরোয়ার জাহান মানিক।

প্রধান অতিথি আরো বলেন, আমরা যখন ছাত্র ছিলাম তখন বই পাইনি, অনেক কষ্ট করে লেখা-পড়া করতে হয়েছে। তখন ছাতা ছিলোনা- বৃষ্টির মধ্যে মানের পাতা-কলার পাতা মাথায় দিয়ে পায়ে হেঁটে আমাদের স্কুলে যেতে হয়েছে। কিন্তু তোমরা বর্তমানে যে সুযোগ-সুবিধা ভোগ করছো। সে তুলনায় তোমাদের কাছে আমরা প্রত্যাশিত ফল পাচ্ছি না। তোমরা বছরের প্রথম দিনই বই পাচ্ছো। খাওয়া-পরাসহ সকল সুযোগ সুবিধা পাচ্ছো, তাহলে কেন আমরা মেধাবী ছাত্র-ছাত্রী পাবোনা। অবশ্যই তোমাদের আরো ভাল করতে হবে। পড়া লেখায় মনোযোগ দিতে হবে, তবেই তোমরা মেধাবী হতে পারবে। তোমরা যদি সত্যিকারের মেধাবী হও, তাহলে দেশ, সমাজ ও তোমাদের পরিবার উপকৃত হবে। আমরা আশাবাদী তোমরা সেটা করতে পারবে।
স/শ