আবাহনী-মোহামেডান দ্বৈরথে নায়ক সোহেল

হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলেন তিনি। দলের আক্রমণে ভূমিকা রাখার চেয়ে প্রতিপক্ষের আক্রমণ সামলাতেই ব্যস্ত থাকেন সোহেল রানা। পাদপ্রদীপের আলোটা সবসময় তাই তাঁর ওপর থাকে না। তবে আজ আবাহনী-মোহামেডানের চিরন্তন দ্বৈরথে নায়ক হয়েছেন সেই সোহেল।

ম্যাচের ২৮ মিনিটে করা তাঁর একমাত্র গোলেই চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়েছে আবাহনী।

নাবিব নেওয়াজের ব্যাক পাসে বক্সের বাইরে থেকে নেওয়া সোহেলের জোরালো শট ঝাঁপিয়েও ফেরাতে পারেননি মোহামেডান গোলরক্ষক। এরপর আবাহনী ব্যবধান বাড়ানোরও সুযোগ পেয়েছিল। কিন্তু ড্যানিয়েল কলিনদ্রেসের ক্রসে জুয়েল রানার শট ফেরে ক্রসবারে লেগে। ওদিকে ওবি মোনেকের ফ্রিকিকে দারুণ সেভ আবাহনীর লিডটা ধরে রাখেন গোলরক্ষক শহীদুল আলম। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আকাশী নীলরা।

এবারের লিগে সিলেট জেলা স্টেডিয়ামকে আবাহনী তাদের হোমভেন্যু করাতেই এই ঢাকা ডার্বিটা মঞ্চস্থ হলো সিলেটে। তাতে স্বাগতিকদেরই শেষ হাসি। এই জয়ে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেও উঠে গেছে আবাহনী। ৫ ম্যাচে ৪ জয় ও এক ড্র তাদের। মোহামেডান লিগে প্রথম ম্যাচ হারলো এদিন। ৫ ম্যাচে ২ জয়, ২ ড্র ও ১ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে তারা।

 

সূত্রঃ কালের কণ্ঠ