আবার প্লাস্টিক আইফোন নিয়ে আসছে অ্যাপল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আর মাত্র একদিন পর টেক জায়ান্ট অ্যাপল নতুন পণ্যের ঘোষণা দেবে। অ্যাপল চুপ থাকলেও অনলাইনে ফাঁস হয়েছে নানা তথ্য। এবার জানা গেছে, সাশ্রয়ী দামে প্লাস্টিক বডির একটি আইফোন আনবে প্রতিষ্ঠানটি।

ফোনের তথ্য ফাঁসকারী হিসেবে পরিচিত বেন গেসকিন সম্প্রতি প্লাস্টিক বডি যুক্ত একটি  আইফোনের ছবি প্রকাশ করেন টুইটারে।

ছবিতে দেখা যায়, ডিভাইসটির পেছনে বাম পাশে রয়েছে একটি ক্যামেরা ও নিচে রয়েছে ফ্ল্যাশ। এ সংস্করণটি লাল, সাদা, নীল ও গোলাপি রঙে পাওয়া যাবে।

আইফোনের এ সংস্করণটিতে থাকতে পারে ৬ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লে। ডিভাইসটি নাম হতে পারে আইফোন ১০সি। তবে ডিভাইসটিতে কনফিগারেশন কী থাকবে সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

আইফোন ১০সি ছাড়াও নতুন দুটি আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, স্মার্টওয়াচের ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি।

২০১৩ সালে অ্যাপল প্লাস্টিক বডির আইফোন ৫সি বাজারে এনেছিল। তবে তা বাজারে খুব বেশি জনপ্রিয়তা পায়নি। এখন দেখার বিষয় হলো, অ্যাপলের নতুন এই ফোন কতোটা জনপ্রিয়তা পায়।

 জিএসএমএরিনা অবলম্বনে