আবারো লকডাউন?

করোনাভাইরাসের সংক্রমণের হার বিবেচনা করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে যে তিনটি জোনে ভাগ করা হয়েছে তার মধ্যে শুধু লাল জোনের অফিসগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এই জোনে বসবাসকারী চাকুরিজীবীরাও এই ছুটির আওতায় থাকবেন।

তবে হলুদ ও সবুজ জোনগুলোতে সীমিত পরিসরে যেভাবে অফিস চলছিল সেগুলোতে ৩০শে জুন পর্যন্ত একইভাবে অফিস চলবে।

তবে সোমবার আগের দিকে জারি করা সরকারি এক প্রজ্ঞাপনে বলা হয়, “লাল ও হলুদ জোনে অবস্থিত সামরিক বা অসামরিক, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সায়ত্তশাসিত বা বেসরকারি দপ্তরগুলো এবং লাল ও হলুদ অঞ্চলে বসবাসকারী এসব দপ্তরের কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন।”

পরে সেটা পরিবর্তন করে শুধু লাল জোনে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আরো যেসব নির্দেশনা জারি করা হয়েছে তার মধ্যে রয়েছে:

  • রাত আটটা থেকে ভোর ছ’টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না।
  • জরুরি কারণে বাইরে গেলেও মুখে মাস্ক পরতে হবে।
  • নির্দেশনা ভঙ্গকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।