আবারও মঞ্চে আসছে ‘ভাগের মানুষ’

স্বাধীনতার ৫০ বছরের পূর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হতে যাচ্ছে ‘গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব ২০২১’।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে আয়োজিত এই উৎসব শুরু হবে ১ অক্টোবর থেকে, চলবে ১২ অক্টোবর পর্যন্ত। উৎসবে আগামী ২ অক্টোবর সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে সময় নাট্যদলের জনপ্রিয় নাটক ‘ভাগের মানুষ’।

পাকিস্তানের লেখক সা’দত হাসান মান্টো’র ছোটগল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে ‘ভাগের মানুষ’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন আলী যাকের।

এটি সময় নাট্যদলের ২৬তম প্রযোজনা। ১৯৯৭ সাল থেকে এই নাট্যদলটি দেশে ও দেশের বাইরে নাটকটির প্রদর্শনী করে আসছে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন পাভেল ইসলাম, আকতারুজ্জামান, ইয়ামিন জুয়েল, রেজাউর রহমান, ফখরুল ইসলাম মিঠু, মাহমুদুল আলম, মানসুরা রশীদ লাভলী, তোফায়েল সরকার, সুনিতা বড়ুয়া, আলমগীর হোসেন, আনোয়ার, রুমা, সানী, চন্দন বোস, কবিতা প্রমুখ।

১৯৪৭ সালের দেশ বিভাগের কয়েক বছর পরের ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা যেমন কমেনি, সাম্প্রদায়িক বিষবাস্পের তেজ তখনও নিভে যায়নি। কিন্তু ভৌগোলিক সীমাবদ্ধতায় মানুষকে বেঁধে ফেলে এক ধরনের নাগরিক স্বস্তি দেওয়ার প্রয়াস শুরু হয়েছে মাত্র।

অথচ হতাশা, ক্ষোভ, যন্ত্রণা ও প্রিয়জন হারানোর বেদনা তখনও জ্বল জ্বল করছে মানুষের বুকে। মানুষের ভলোবাসা, বন্ধুত্ব ও প্রেমকে দ্বিখণ্ডিত করে উপমহাদেশের এই মাটিতে রচিত হয় পাকিস্তান ও ভারত নামের দুটি রাষ্ট্র। অথচ দেশভাগ মানেই তো মানুষের ভাগ, মানচিত্রের ভাগ, ভূগোলের ভাগ।

শুরু হয় দুই দেশের মধ্যে বিনিময় বিনিময় খেলা। মানুষের বিনিময়ে মানুষ, ধর্মের বিনিময়ে ধর্ম, পাগলের বিনিময়ে পাগল। এমন গল্পই দেখা যাবে ‘ভাগের মানুষ’ নাটকে।

 

সূত্রঃ যুগান্তর