আবারও নিউজিল্যান্ডের বর্ষসেরা উইলিয়ামসন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিউজিল্যান্ডার হিসেবে দ্রুততম ৫ হাজার টেস্ট রান ও যৌথভাবে দেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হওয়ার কিছুদিন পর আরেকটি শীর্ষ মর্যাদা পেলেন কেন উইলিয়ামসন। টানা দ্বিতীয়বার নিউজিল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে স্যার রিচার্ড হ্যাডলি পদক জিতলেন তিনি।

পুরস্কারের জন্য বিবেচিত সময়ে টেস্টে ৫৯.৯৪ গড়ে ১ হাজার ৭৯ রান করেছেন উইলিয়ামসন। প্রথম শ্রেণীর ব্যাটিংয়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে টানা দ্বিতীয় বছর রেডপ্যাথ কাপ হাতে নিয়েছেন তিনি। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও হয়েছেন বর্ষসেরা।

রিচার্ড হ্যাডলি পদক হাতে উইলিয়ামসনআইসিসির টেস্ট র‌্যাংকিংয়ের দুই নম্বরে থাকা উইলিয়ামসন গত বছরের আগস্টে আরেকটি কীর্তি গড়েন। ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে কম সময়ে ৯ টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সেঞ্চুরি করেন কিউই এ অধিনায়ক। ওয়ানডেতেও দুর্দান্ত খেলেছেন পুরস্কারের জন্য বিবেচিত সময়ে, ৪০.৮৮ গড়ে ৬৯৫ রান করেন তিনি। আর টি-টোয়েন্টিতে ৫২.৬৬ গড়ে করেন ১৫৮ রান। সব মিলিয়ে পারফরম্যান্স ও নেতৃত্বে সফলতা দিয়ে দেশের বর্ষসেরা হলেন উইলিয়ামসন।

 

টেস্টের সেরা নির্বাচিত হয়েছেন ফাস্ট বোলার নেইল ওয়াগনার। বিবেচ্য সময়ে দেশের ১৪ টেস্টের ১৩টি খেলেছেন, পেয়েছেন ৫৬ উইকেট। প্রথম শ্রেণীর বোলিংয়ে অসাধারণ খেলে জিতেছেন উইনসর কাপ। ওপেনার মার্টিন গাপটিল ৪৭.৫০ গড়ে ৫৭০ রান করে বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় হয়েছেন।

সূত্র: বাংলা ট্রিবিউন