আবারও দ্রুততম মানব মেজবাহ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

টানা তৃতীয়বারের মতো জাতীয় আসরে (বাংলাদেশ গেমস ও সামার অ্যাথলেটিকসসহ পাঁচ বার) দেশের দ্রুততম মানব হয়েছেন বাংলাদেশ নৈবাহিনীর মেজবাহ আহমেদ। জাতীয় অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে গতবারের চেয়ে বেশি সময় নিয়ে দৌড় শেষ করেছেন নৌবাহিনীর এ অ্যাথলেট।

 

বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ১০০ মিটারে ১০ দশমিক ৬৩ সেকেন্ড সময় নিয়ে সেরা হন মেজবাহ। গতবার ১০ দশমিক ৬০ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি।

 

১০০ মিটার স্প্রিন্টে এবার চমক দেখিয়েছেন মেজবাহরই সতীর্থ এমএ রউফ। ১০ দশমিক ৭০ সেকেন্ড সময় নিয়ে তিনি দ্বিতীয় হয়েছে। ১০ দশমিক ৭৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন শরীফুল ইসলাম। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর মুকুট ধরে রাখতে পেরে খুশি মেজবাহ। নতুনদের উঠে আসাটা অ্যাথলেটিকসের জন্য ভালো বলে জানান তিনি।

 

তার ভাষায়, “এবার প্রতিযোগিতা বেড়েছে। আমি তো একবার ভেবেছিলাম হেরে যাব। আমরা দুজন নৌবাহিনীতে একসঙ্গে অনুশীলন করেছি। টাইমিংও প্রায় কাছাকাছি। হিটেও আমরা দুজনই এগিয়েছিলাম। টাইমিংও প্রায় এক ছিল। আত্মবিশ্বাস ছিল আমরা দুজনই ভাল করবো। কম্পিটিশন হওয়াটা আমাদের অ্যাথলেটিকসের জন্য খুবই ভাল দিক। ”

 

নিজের পারফর্মেন্স নিয়ে মেজবাহ বলেন, “এবারই প্রথম সেরা হতে বেশি কষ্ট হলো। অন্যবার আমি খুব রিলাক্সে দৌড়িয়েছি এবং প্রথম হয়েছি। এবারই প্রথম শেষ দিকে আমাকে বেশি জোর দিয়ে দৌড়াতে হয়েছে। আমার পারফর‡মন্স নীচে নেমে যায়নি, আসলে অন্যরা উঠে আসছে। ”

 

২০১৩ সালে বাংলাদেশ গেমসে সোনা জেতা মেজবাহ ২০১৪ সালে অ্যাথলেটিকসের সামার মিটেও সেরা হন। ওই বছরই জাতীয় অ্যাথলেটিকসে প্রথম দ্রুততম মানবের মুকুট পরেন তিনি। গত এসএ গেমসের হিটে ১০ দশমিক ৭২ সেকেন্ড তার অফিশিয়াল সেরা টাইমিং। ব্রাজিল অলিম্পিকে দৌড় শেষ করেছিলেন ১১ দশমিক ৩৪ সেকেন্ড সময় নিয়ে।

 

মেজবাহ জানালেন, “উন্নত অনুশীলনের অভাবে আটকে রয়েছে তাদের উন্নতি। দীর্ঘমেয়াদী অনুশীলনের অভাবেই আমরা আন্তর্জাতিক পর্যায়ে পিছিয়ে পড়ছি। দীর্ঘমেয়াদী অনুশীলন করলে দেখা যাবে টাইমিংটা ভাল হয়েছে। যেমন, এসএ গেমসে অল্পের জন্য চতুর্থ হয়েছি। ”

 

জাতীয় অ্যাথলেটিকসের প্রথম দিনে মেজবাহ-রউফদের আলো ছড়ানোর পাশাপাশি পুরুষদের ১১০ মিটার হার্ডলসে ১৪ দশমিক ২১ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মজিবুর রহমান। মেয়েদের ১০০ মিটার হার্ডলসে প্রথম হয়েছেন একই দলের জেসমিন আক্তার (১৪ দশমিক ৮০ সেকেন্ড)। পুরুষদের এক হাজার ৫০০ মিটার দৌড়ে বর্ডার গার্ড বাংলাদেশের খন্দকার কিবরিয়া (৪ মিনিট ১ দশমিক ৯০ সেকেন্ড) ও মেয়েদের বিভাগে সেনাবাহিনীর সুমী আক্তার (৫ মিনিট ১৩ দশমিক ০৩ সেকেন্ড) প্রথম হয়েছেন। ২০ কিলোমিটার হাটায় এক ঘণ্টা ৩৯ মিনিট ৩০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন সেনাবাহিনীর মোহাম্মদ রাজু।

সূত্র: কালের কন্ঠ