আবদুল্লাহ’র বোনের আত্মসমর্পণ, জঙ্গি আস্তানায় রয়েছে সাতজন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মিরপুরের দারুস সালাম থানার ভাঙা দেয়াল এলাকার জঙ্গি আস্তানার ভেতর থেকে জঙ্গি আবদুল্লাহর বোন আত্মসমর্পণ করেছে। এখন তাকে দিয়ে আবদুল্লাহকে আত্মসমর্পণ করানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়া জঙ্গি আস্তানার ভেতর নারী-শিশুসহ সাতজন আছে বলে র‍্যাবের ধারণা। সন্দেহভাজন জঙ্গি আব্দুল্লাহ ও তার দুইসহযোগী ভেতরে আছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বেনজির আহমেদ ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।

র‍্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বলেন,  ‘আব্দুল্লাহর বোন ফ্ল্যাট থেকে বের হয়ে এসেছে। সে আমাদের কাছেই আছে। আমরা আব্দুল্লাহকে আত্মসমর্পণ করানোর জন্য চেষ্টা করছি। বোন ঈদের আগে এই বাসায় বেড়াতে এসেছিল।’

বেনজির আহমেদ বলেন, ‘টাঙ্গাইলে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে একটি বেসরকারি বিশ্বিবদ্যালয়ের এক ছাত্রসহ দুজনকে গ্রেফতার করা হয় সোমবার রাতে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এখানে (দারুস সালাম) অভিযান চালানো হয়। বাসাটির পঞ্চম তলায় সন্দেহভাজন ব্যক্তি তার দুইসহযোগীসহ অবস্থান করছে। এরপর র‍্যাব অভিযান শুরু করে। বাড়িটির ২৪ ফ্ল্যাটের মধ্যে ২৩টি থেকে থেকে নারী শিশুসহ ৬৫ জনকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে পুরুষ ২৬,নারী ২৪ ও ১৫টি শিশু রয়েছে।

তিনি বলেন,‘এখন পযন্ত তার নাম জানা গেছে আব্দুল্লাহ।  তবে অভিযান শেষ হলে সঠিক পরিচয় জানা যাবে। আমরা তাকে আত্মসমার্পণের জন্য ফোনে বারবার যোগাযোগ করছি। সে এখনও আত্মসমর্পণের বিষয় রাজি হয়নি। ইতিমধ্যে আমরা বাড়িটির গ্যাস,বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’

র‍্যাবের ডিজি বলেন, ‘আমরা কোনও নিরাপরাধ মানুষের প্রাণহানি চাই না। তাই তাকে আত্মসমার্পণের অনুরোধ করছি। আমরা আরও অপেক্ষা করবো। আব্দুল্লাহ তার দুই স্ত্রী,দুই সন্তান ও সন্দেহভাজন আরও দুজন ভেতরে আছেন।’

তিনি বলেন, ‘আমরা যখন অভিযান চালাই রাতে তখন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভেতরে ৫০টির মতো আইডি আছে আব্দুল্লাহ স্বীকার করছে। তার কাছে পিস্তলও থাকতে পারে। রাতে গুলির ঘটনাও ঘটেছিল। সেজন্য আমরা সতর্ক হয়ে অভিযান চালাচ্ছি।’

সূত্র: বাংলা ট্রিবিউন