আফ্রিকায় বোকো হারামের ৭৫ সদস্য নিহত

আফ্রিকার দেশ নাইজার ও নাইজেরিয়ায় এক যৌথ সামরিক অভিযানে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের অন্তত ৭৫ সদস্য নিহত হয়েছে।

সোমবার আঞ্চলিক নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলের সাহেল রাজ্যে কোমাদোগু নদীর তীরবর্তী এলাকায় বোকো হারামবিরোধী এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আলজাজিরা আরও জানায়, নিহত ৭৫ বোকো হারাম সদস্যদের মধ্যে নাইজারের দিফা শহরের ২৫ ও নাইজেরিয়ার ৫০ জন।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার দেশটি দিফা শহরের ৭৪ কিলোমিটার দক্ষিণে এক সামরিক অভিযানে ২৫ জঙ্গি নিহত হয়েছে। এ অভিযানে অংশ নেয়া দুই সেনাসদস্য আহত হয়েছেন।

নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার নাইজেরিয়ার লেকচাদ এলাকায় বিমান থেকে জঙ্গিদের ওপর গোলাবর্ষণ করে ৫০ জঙ্গি হত্যা করা হয়েছে। বোমা নিক্ষেপে বোকো হারাম জঙ্গিদের একাধিক ঘাঁটি ধ্বংস হয়েছে।

 

সুত্রঃ যুগান্তর