আফগান সীমান্তের কাছে রাশিয়ার সামরিক মহড়া

আফগানিস্তান সীমান্তের ২০ কিলোমিটারের মধ্যে যৌথ সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তানের সেনাবাহিনী।

আফগানিস্তানের বিভিন্ন এলাকায় বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে যখন সেনাবাহিনীর বিরুদ্ধে তালেবানের অগ্রাভিযান অব্যাহত রয়েছে, তখন এ মহড়া চালানো হলো।

এ নিয়ে রাশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলো চলতি মাসেই আফগান সীমান্তের কাছে দুই দফা সামরিক মহড়া চালাল।

তাজিকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী শের আলী মির্জায়োভ বলেন, আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে এ মুহূর্তে কোনো ভবিষ্যদ্বাণী করা যাচ্ছে না এবং মহড়া চালানোর সময় তিন দেশের সেনাবাহিনী আফগান পরিস্থিতিকে বিবেচনায় রেখেছে।

এ ছাড়া উজবেকিস্তানের সেনাপ্রধান জেনারেল শুকরাত খালমোহাম্মাদোভ বলেন, আফগানিস্তানের চলমান পরিস্থিতির কারণে আমাদের সতর্ক থাকতে এবং সামরিক প্রস্তুতি নিয়ে রাখতে হচ্ছে।

মহড়ায় ২৫০০ সৈন্য, শত শত ট্যাংক ও সাঁজোয়া যান এবং ২৫টি যুদ্ধবিমান অংশ নেয়। রাশিয়া তাজিকিস্তানে মোতায়েন নিজের সেনা ঘাঁটি থেকে সৈন্য ও সামরিক সরঞ্জাম পাঠিয়ে এই মহড়ায় অংশ নেয়। দেশের বাইরে তাজিকিস্তানে রাশিয়ার সবচেয়ে বড় সেনাঘাঁটি অবস্থিত।

 

সূত্রঃ যুগান্তর