আফগান মহিলা ফুটবল বিষয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছে ফিফা

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান দখলে নিয়েছে তালেবান। মার্কিন সৈন্যরা দেশটির ছেড়ে চলে যাওয়া শুরু করতেই সারাদেশে সক্রিয় হয়ে ওঠে তালেবানরা। একের পর এক প্রদেশ দখল করে নিতে থাকে। অবশেষে গত রবিবার কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। দেশটিতে তালেবানরা ক্ষমতা দখল করার পর আফগানিস্তান মহিলা ফুটবলের বিষয়ে গভীরভাবে পর্যবেক্ষন করছে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন-ফিফা।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, ‘আফগান পরিস্থিতি বেশ উদ্বেগজনক এবং ফিফা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষন করছে। আফগানিস্তানের মহিলা ফুটবলসহ বিশ্বব্যাপী ফুটবলকে এগিয়ে নিতে ফিফা বদ্ধপরিকর। সে লক্ষ্যে ২০১৬ সাল থেকে সেখানকার ফুটবলের উন্নয়নে বিনিয়োগ করে চলেছে ফিফা।’

ফিফার বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘সাম্প্রতিক বছরগুলোতে এমনিতেই জটিল পরিস্থিতির সুম্মখীন আফগানিস্তানের মহিলা ফুটবল। সেখানে অসদাচরনের বেশ কয়েকটি গুরুতর ঘটনাও ঘটেছে। যা ফিফার নৈতিকতা কমিটির অধীনে তদন্তনাধীন রয়েছে। এটি পরিস্কার যে সেখানকার পরিস্থিতি বেশ দ্রুত পাল্টাচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা আফগানিস্তান ফুটবল ফেডারেশনের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের বেশ কিছু অংশীজনের  সঙ্গে যোগাযোগ করেছি। স্থানীয় পর্যায়ের পরিস্থিতির উপর নজর রাখছি।’

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন