আফগানিস্তান সিরিজের টাইটেল স্পন্সর ‘রকেট’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ডাচ-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের নতুন একটি সেবা হচ্ছে ‘রকেট’। এই রকেটের নামেই বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ডাচ-বাংলা ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে।

 

শুধু এই সিরিজেই নয়, ডাচ-বাংলা ব্যাংক আগামী দুই বছর সব হোম সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে থাকবে।

 

অবশ্য আগামী দুই বছরের জন্য বিসিবি স্পন্সর স্বত্ব বিক্রি করেছে ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামের কাছে। এ বছর ১ সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত এই মেয়াদ। মূলত তাদের হাত ধরেই এসেছে ডাচ-বাংলা ব্যাংক।

 

এ ব্যাপারে বিসিবির বিপণন কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেন, ‘নিলামের মাধ্যমে ১৫টি প্রতিষ্ঠানের মধ্য থেকে ইমপ্রেস মাত্রাকে বেছে নেওয়া হয়েছে। তাদের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে। আশা করছি তাদের সহযোগিতায় বাংলাদেশের ক্রিকেট আরো এগিয়ে যাবে।’

 

ইমপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘এবারই প্রথমবারের মতো বাংলায় আন্তর্জাতিক কোনো সিরিজের নামকরণ করা হচ্ছে যা ক্রিকেটে নতুন মাত্রা যোগ করবে।’

 

ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী শাসম তাবরেজ বলেন, ‘ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুবই গর্বিত। আশা করছি ভবিষ্যতেও আমরা বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে থাকতে পারব।’

সূত্র: এনটিভি