আফগানিস্তানে কীভাবে এত ভালো স্পিনার জন্মায়?

রশিদ খান, মুজিবুর রহমান আর মোহাম্মদ নবি- তিন স্পিনারই আফগানিস্তানের মূল শক্তি। যে কোন দলের বিপক্ষে ওই তিন স্পিনারই পার্থক্য গড়ে দেন।

অতিবড় আফগান বিরোধী আর কট্টর সমালোচকও মানছেন আফগানিস্তানকে হারানোর প্রথম ও প্রধান শর্তই হলো ওই তিন স্পিনারকে সাফল্যের সঙ্গে মোকাবিলা করা। রশিদ, নবী আর মুজিবকে ঠিকমত স্বাচ্ছন্দে খেলতে না পারলে কোনভাবেই আফগানদের হারানো সম্ভব নয়।

ওয়ানডেতে এই তিন স্পিনারের ৩০ ওভার আর টি-টোয়েন্টিতে ১২ ওভার সামলানোই দায়। আফগানিস্তানে কিভাবে এত কোয়ালিটি স্পিনার জন্মায়?

আফগান রহস্যময় স্পিন প্রতিভা মুজিব-উর রহমানের কাছে এ প্রশ্ন ছুড়ে দেয়া হলো বিপিএল খেলা মুজিব বলেন, ‘হ্যাঁ, আমাদের রশিদ, নবী আর আমার মত আরও স্পিনার আছে। শুধু আমরা তিনজনই না, আমাদের দেশে আরও কোয়ালিটি স্পিনার আছে। তাদের বোলিং বৈচিত্র্যও বেশি।’

তারা কিভাবে বেড়ে ওঠে? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুজিব বোঝানোর চেষ্টা করেন, তাদের দেশের স্পিনাররা শুধু খেলেই না। কোচদের কোচিংটাও মন দিয়ে অনুসরণ করে।

 

সূত্রঃ জাগো নিউজ