সোমবার , ২৪ জুন ২০২৪ | ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়া নিয়ে যা বললেন টাইগার কোচ

Paris
জুন ২৪, ২০২৪ ১১:৫২ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে সুপার এইট পর্ব বেশ কাঁটাছেড়া করেই নিশ্চিত হয়েছিল বাংলাদেশ দলের জন্য। তবে দ্বিতীয় পর্বের প্রথম দুই ম্যাচ হেরে সেমি-ফাইনালের স্বপ্ন শেষ! তবে কাগজে কলমে এখনো সেমির দৌড়ে টিকে রয়েছে টাইগাররা। নিজেদের শেষ ম্যাচে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে লড়বে টাইগাররা। আর শেষটা জিতে বিশ্বকাপ শেষ করতে চান নিক পোথাস।

গতকাল সংবাদ সম্মেলনে সহকারী কোচ নিক পোথাস বলেন, ‘প্রতিটি ম্যাচেই আপনি প্রতিদ্বন্দ্বিতা গড়তে চাইবেন। আমরাও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবো। আফগানিস্তানের বিপক্ষে আমাদের অনেক সাফল্য আছে। ওদের বিপক্ষে সিরিজও জিতেছি। আপনি ক্রিকেটের মতো খেলায় আপনার দেশকে প্রতিনিধিত্ব করছেন, এটা অনেক সম্মানের। আফগানিস্তানের বিপক্ষে অতীতে অনেক সাফল্যই আছে। আমরা তাই এই ম্যাচ জিতে বিশ্বকাপ শেষ করতে চাই।’

সুপার এইটে খেলা নিয়ে পোথাস বলেন, ‘মানুষের আশা অনেক বেশি থাকে। আমরা এই প্রথম সুপার এইটে খেললাম যা অনেক বড় অর্জন। তারা যা করেছে তাও কম নয়। দুটো খুব ভালো দলের বিপক্ষে আমরা ম্যাচ হেরেছি।’

নিক পোথাস অবশ্য খুঁজছেন পার্থক্য গড়ে দেয়ার মতো কিছু খেলোয়াড়, ‘বড় দলগুলো কোথায় আছে আর আমরা কোথায় আছি এটা খুঁজে বের করতে হবে। বের করতে হবে আমাদের কোন ধরনের ক্রিকেটার প্রয়োজন। পাওয়ার ছাড়া প্রতিদ্বন্দ্বিতা সম্ভব নয়। পাওয়ার প্রয়োজন।’

২০০৭ সালের পর থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে খুব বেশি এগোয়নি বাংলাদেশ। তবে একই জায়গায় আছে এমনটাও মানতে নারাজ পোথাস, ‘২০০৭ সাল থেকে এখন পর্যন্ত কোন কোন বিষয় বদলে গেল এটা খুঁজে বের করতে হবে। ২০০৭ সালে বাংলাদেশ যা করেছে এখনও তা করে থাকলে ব্যাপারটায় চমকে যাওয়ার কিছু নেই। এমন নয় যে তারা সামনে এগোয়নি। অন্যান্য দল হয়ত আরও অনেক বেশি এগিয়েছে এ কারণে বড় পার্থক্য তৈরি হয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা গড়তে হলে পাওয়ার প্রয়োজন, পুরো বিশ্বে এটাই চলছে।’

 

সর্বশেষ - খেলা