আন্তঃকোরীয় আলোচনায় উ. কোরিয়া সম্মত: সিউল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

উত্তর কোরিয়া আগামী সপ্তাহে সিউলের সাথে উচ্চপর্যায়ে আলোচনায় বসতে সম্মত হয়েছে। একটি ব্যতিক্রমী আন্তঃকোরীয় শীর্ষ সম্মেলন আয়োজনের নানা দিক নিয়ে আলোচনা করতে তারা এ বৈঠকে বসতে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার একত্রিকরণ মন্ত্রণালয় একথা জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, আন্তঃকোরীয় শীর্ষ সম্মেলনের পথ সুগম করার লক্ষে বৃহস্পতিবার উভয় দেশ অস্ত্রবিরতি পালন করা সীমান্তবর্তী পানমুনজম গ্রামে তিন সদস্যের প্রতিনিধি দল পাঠাতে সম্মত হয়েছে। এপ্রিল মাসের শেষের দিকে এ সম্মেলন হওয়ার কথা রয়েছে। খবর এএফপি’র।

ইত্তেফাক