বুধবার , ১৮ নভেম্বর ২০২০ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আনারস ও দুধ খাওয়ার কাহিনি, নাটকের নাম মজনু মামা ডটকম

Paris
নভেম্বর ১৮, ২০২০ ৩:০২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

মজনু মামা পাশের ফ্লাটের ইংকিকে ভালোবাসে। ইংকির দু’চোখের বিষ মজনু মামা।একদিন মজনু মামা আনারস খাওয়ার পর এক গ্লাস দুধ খেয়ে ফেলে। আনারস খেয়ে দুধ খেলে নাকি মানুষ মারা যায়- এমন বিশ্বাস করত তারা। অথচ এটা তারা জানত না যে আনারস খেয়ে দুধ খেলে পেটে বিষক্রিয়া কাজ করে, মানুষ মারা যায় না। একটু চিকিৎসা নিলেই হয়। মজনু মামাকে নিয়ে শুরু হয়ে যায় মহা তুলকালাম।

এসব হাস্য রসের বিষয় নিয়েই নাটকের কাহিনি গড়ে উঠেছে। মজনু মামা ডট কম নাটকটি রচনা করেছেন আহমেদ ফারুক। পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ।

মজুনু মামা চরিত্রে অভিনয় করেছে আখম হাসান, ইংকি চরিত্রে উর্মিলা শ্রাবন্তি কর। আরও অভিনয় করেছে দিলু মজুমদার, ফারজানা জয়া, সালমান শাহরিয়ার, আকলিমা লিজা, হীরা, রফিক, সিব্বির প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছে মারুফ আহমেদ খান রিজভী। প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব ফিল্ম ইন্টারন্যাশনাল।  একটি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।

 

সূত্র: কালেরকন্ঠ

সর্বশেষ - বিনোদন