আদালত চত্বরে বিয়ে… বিনিময়ে জামিন!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

নাটোরে আদালতে একটি ধর্ষণ মামলায় ভূক্তভোগী নারীর সঙ্গে অভিযুক্তের বিয়ে সম্পন্ন হয়। এরপর অভিযুক্তকে জামিন দেন আদালত। জামিনে মুক্তি পেয়ে নববধূ নিয়ে বাড়ি ফিরছেন যুবক।

বৃহস্পতিবার দুপুরে মামলার শুনানীর দিনে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম অভিযুক্ত মানিক হোসেনের জামিন আবেদন করেন। একই সঙ্গে বাদী-বিবাদীর পরিবার বিয়ে দেওয়ার জন্য সম্মতি প্রকাশ করার বিষয়টি আদালতকে অবহিত করেন। পরে আদালত চত্বরে তাদের বিয়ে সম্পন্ন হওয়ার পরেই অভিযুক্ত মানিক হোসেনের জামিন আবেদন মঞ্জুর করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান সরদার। এ সময় আদালতে বাদি এবং আসামি পক্ষের স্বজনরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর রাতে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের রওশনপুর উত্তরপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে মানিক হোসেন একই এলাকার এক নারীর ঘরে প্রবেশ করে ধর্ষণ করে। পরদিন ভূক্তভোগী নারী বাদী হয়ে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন।

 

সূত্র: কালেরকন্ঠ