আদমদীঘির ছাতিয়আন গ্রামে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি থানা পুলিশের উদ্যোগে লিঙ্গ বৈষম্য দূরিকরণ ও করোনা ভাইরাস সচেতনতায় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলার ছাতিয়ানগ্রাম হাটখোলা চত্বরে থানার উপ-পরিদর্শক আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকলীগ নেতা আশিকুজ্জামান ছোটনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, শিক্ষক এচাহাক, নজরুল, মাদ্রাসার মুহতাতিম আলহাজ¦ আলাউদ্দীন, বীরমুক্তিযোদ্ধা আজিবর রহমান, ঈমাম দেলোয়ার হোসেন, সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, মাহমুদ হোসেন ভোলা, সমাজ সেবক আক্তারুজ্জামান বাচ্চু, ইউপি সদস্য রতন, সুদেব প্রমূখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ওসি জালাল উদ্দিন বক্তব্যে বলেন, সামাজে নারী-পুরুষের অধিকার সমান। তাই নারীদের ছোট করে দেখা যাবে না। তাদেরও সম্মান করতে হবে। তাছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে সামাজীক দূরত্ব বজায় রাখতে হবে এবং ঘরের বাহিরে মাস্ক পরার আহবান জানান।

স/রি