আদমদীঘিতে বেডো’র বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে পিকেএসএফ’র সহায়তায় বেডো’র সমৃদ্ধি কর্মসূচির আওতায় বিনামূল্যে স্বাস্থ্যক্যাম্পের আয়োজন করা হয়েছে। রবিবার(১২ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার ছাতিয়ানগ্রামের কালাইকুড়ি গ্রামে স্বাস্থ্যক্যাম্পের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বেডো’র মহাব্যবস্থাপক (কার্যক্রম) শেখ মোহাইমিনুল হক, বোয়ালিয়ার সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মাহফুজুর রহমান চৌধুরী, ইউপি সদস্য আবুল কালাম আজাদসহ সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তাবৃন্দ।

বিকেল ৪টা পর্যন্ত ১৫৪ জন রোগীকে চিকিৎসা প্রদান করেন বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের (নাক,কান ও গলা) বিভাগের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার এম.এ জলিল খান, আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী ডেন্টাল সার্জন ডাক্তার শুভজিত কুমার কুন্ডু।

জেএ/এফ