আদমদীঘিতে পটল গাছের সাথে শক্রতা !

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে জমিতে লাগানো ফলন্ত পটল গাছের বাঁশের মাচাং ভেঙ্গে দেড় বিঘা জমির পটল গাছ তছনছ করে বিনষ্ট করেছে দুর্বৃৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কৈকুড়ি মাঠে এ ঘটনাটি ঘটে।

আদমদীঘির কৈকুড়ি গ্রামের কৃষক ছরোয়ার আকন্দ জানায়, তিনি ও তার ভাই হেলাল আকন্দ যৌথ ভাবে তাদের দেড় বিঘা জমিতে চলতি মৌসুমে বাঁশের মাচাং তৈরি করে পটলের চাষ করেন। ইতিমধ্যে পটল গাছে ফুল ও ফল ধরে বাজারজাতের উপযুক্ত হয়েছে।

এরই মধ্যে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা শক্রতাবসত: পটল গাছের বাঁশের মাচাং ভেঙ্গে উঠতি ফলন্ত পটল গাছ তছনছ করে বিনষ্ট করে ফেলেছে। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে জানান এই ভূক্তভোগী কৃষক।