আদমদীঘিতে কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে ধান কর্তনের উদ্ধোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
প্রথমবারের মতো কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে বগুড়ার আদমদীঘির সান্তাহারে আধুনিক পদ্ধতিতে ১৫০ বিঘা জমিতে হাইব্রিড জাতের ধান চাষের পর এবার কর্তনের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সান্তাহার ইউনিয়নের পান্নাথপুর মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিনের সভাপতিত্বে আনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু ধান কর্তনের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কৃষিবিদ সুজয় পাল, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ দিপ্তী রানী রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক টুলু, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী জানান, প্রথমবারের মতো উপজেলার সান্তাহার ইউনিয়নের পান্নাথপুর, পানলা ও কেল্লাপাড়া মাঠের ১৫০ বিঘা জমিতে হাইব্রিড জাতের এ ধান চাষ করা হয়েছে। কৃষি যান্ত্রিকীকরনে জেলার একমাত্র এ উপজেলায় গত ডিসেম্বরে ট্রেতে বপনকৃত বীজ থেকে চারা রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে গত জানুয়ারীতে রোপণের ১০৭ দিন পর এসব ফসল কর্তন শুরু করা হয়েছে।

স/জে