আদমদীঘিতে ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন, ২০ লাখ টাকা জরিমানা

আদমদীঘি প্রতিনিধি :
ইটভাটা পরিচালনার কাগজপত্র ও ল্যাইসেন্স নবায়ন না থাকায় বগুড়ার আদমদীঘির ইশবপুরের দুই ইটভাটায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে পাশাপাশি অবস্থিত দুই ভাটার একটিতে ২০লাখ টাকা জরিমানা ও অপরটি গুড়িয়ে দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান সবুজ, বগুড়ার র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার সজল কুমার সরকারসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ইশবপুর এলাকার ডিজিএম ব্রিকস ও দুই ভাই (এমবিসিও) ব্রিকস দুইটি ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র না নিয়ে ভাটা চালানোর দায়ে দুই ভাই (এমবিসিও) ব্রিকসে অভিযান চালিয়ে বজলুর রশিদ বুলুর ইটভাটাটি গুড়িয়ে দেয়া হয়।

অপরদিকে ডিজিএম ব্রিকসের ২০১৬ সালের পর থেকে ল্যাইসেন্স নবায়ন না থাকায় ভাটা মালিক মোতালেব হোসেনকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়।