আদমদীঘিতে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর ও ছতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সকাল থেকে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব এসএম জাহিদুর বারীর সঞ্চালনায় আলোচনা সভায় প্্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, সাধারণ সম্পাদক অ্যাড.শেখ কুদরত-ই-এলাহী কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, জিআরএম শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, জয়নাল আবেদীন, ছাত্রলীগ নেতা রাসেল ও রবিন প্রমুখ ।

অপরদিকে বেলা ১১টায় ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দীন শেখের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হক আবু, আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক, বেলাল হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা ফিরোজ হোসেন চন্দন, সজল প্রমুখ।

স/জে