আদমদীঘিতে আউশের নমুনা শস্য কর্তন


আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে আউশের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী বিভিন্ন গ্রামের মাঠে এ নমুনা শস্য কর্তন করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়ার উপপরিচালক কৃষিবিদ মো. দুলাল হোসেন, বগুড়ার অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ আ.জা.ম আহসান শহীদ সরকার ও আদমদীঘি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী প্রমূখ।

তারা বীজ উৎপাদন ব্লকে ব্রি-ধান ৮৫ জাতের আউশ ধানের নমুনা শস্য কর্তন শেষে রোপা আমনের প্রদর্শনী ও পার্চিং কার্যক্রম, সবজি-পুষ্টি বাগানের প্রদর্শনী, লেবুজাতীয় ফসল মাল্টা ও লেবুর প্রদর্শনী, আইএফএমসি কৃষক মাঠ স্কুল, এনএটিপির কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্র, ঔষধি গাছের প্রদর্শনী পরিদর্শন করেন।
এছাড়া কৃষি উদ্যোক্তা এস. আলমের ভিয়েতনামী খাটো জাতের নারিকেল বাগান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।