চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে ধান মজুদ: ১০ লাখ টাকা জরিমানা

 নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের একটি গোডাউনে অবৈধভাবে ৭ হাজার মেট্রিক টন ধান মজুদ রাখার দায়ে একজনকে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাদ্য দপ্তরকে সাথে নিয়ে দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়ানগর এলাকার জনৈক সাদিকুল ইসলামের গোডাউনে এ অভিযান চালানো হয়।

এ সময় গোডাউনে ১০ হাজার বস্তায় ৭ হাজার মেট্রিক টন ধান মজুদ দেখতে পায়। ট্রেড লাইসেন্স, খাদ্য অধিদপ্তরের মজুদের লাইসেন্স ও মার্কেটিং অফিসের কোন লাইসেন্স দেখাতে পারেননি। উপযুক্ত কাগজপত্র না থাকা এবং অবৈধভাবে ৭ হাজার মেট্রিক টন ধান মজুদ রাখার দায়ে গোডাউন মালিক চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বেলেপুকুর মহল্লার মৃত কসিমুদ্দীনের ছেলে সাদিকুল ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড, ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের দন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

এছাড়া আগামী ৭ দিনের মধ্যে গোডাউনে মজুদকৃত ধান খোলাবাজারে বিক্রির আদেশ দেন। এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা মাজিষ্ট্রেট মোঃ জাকিউল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক জহিরুল ইসলাম ও জেলা মার্কেটিং অফিসার নুরুল ইসলাম।

স/আ.মি