আত্রাই পুলিশের বিশেষ অভিযানে আটক ৬

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে মাদকদ্রব্য সেবন ও বিক্রির দায়ে ৩ জন, ওয়ারেন্টভুক্ত একজনসহ থানার নিয়মিত মামলার ২ জনকে আটক করা হয়।

রবিবার ভোর থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং রবিবার বিকালে তাদেরকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলো, মাদক মামলার আসামী উপজেলার ভঁরতেতুলিয়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে রুহুল আমিন (৩৪), একই গ্রামের বাহার প্রামানিকের ছেলে জুলেল (৩৮), বিহারিপুর গ্রামের আবুবক্কর সিদ্দিকের ছেলে আল-হেলাল হিরো (৩০)। ওয়ােেরন্টভুক্ত আসামী রেবাউছন গ্রামের জুয়েল রানা (২৫)। এছাড়া  নিয়মিত মামলার আসামি হেঙ্গলকান্দি গ্রামের আফজাল সরদারের ছেলে আলম সরদার (২৮), মৃত মফিজ উদ্দিনের ছেলে আফজাল সরদার (৬০) কে আটক করে।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিন জানান, আত্রাই থানার এসআই মোস্তাফিজুর ও এএসআই ছাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযানে রবিবার ভোর থেকে বিকাল পর্যন্ত মাদকদ্রব্য সেবন ও বিক্রিয়ের অভিযোগে ৩ জন, ওয়ারেন্টভুক্ত এক জন ও থানার নিয়মিত মামলায় ২ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রেকর্ড করা হয়েছে। তাদের নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

 

স/শা