আত্রাইয়ে বিভিন্ন জেলা থেকে ধান কাটা শ্রমিকের আগমন

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে দেশের বিভিন্ন জেলা থেকে ধান কাটতে শ্রমিক আসতে শুরু করেছে। উপজেলা প্রশাসন শ্রমিকদের সাদরে গ্রহণ শেষে শুকনো খাবার পরিবেশন করা হয়েছে।

সোমবার রাত্রি ৮ টায় উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের কাশিয়াবাড়ী বিদ্যালয় প্রাঙ্গনে একশত চল্লিশ শ্রমিক কে স্বাগত জানিয়ে নওগাঁ জেলা প্রশাসকের পক্ষ থেকে সকলকে শুকনো খাবার ও করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য মাস্ক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম। এ সময় কৃষি শ্রমিকদের থার্মাল মেশিনের সাহায্যে শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয়।

উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল পর্যন্ত কৃষকের ধান কেটে ঘড়ে তুলতে রাজশাহী, নাটোর, পাবনা, গাইবান্ধা জেলা হতে একশত চল্লিশ শ্রমিক বিশেষ ব্যবস্থায় এসেছেন। এছাড়া আরো শ্রমিক নিয়ে আসতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আশাকরি ধান কাটা শ্রমিকের কোন সংকট হবে না। এবং ধান কাটা-মাড়াইয়ে কোন সমস্যা থাকবে না। সেইসাথে তিনি উপজেলার প্রত্যেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের সার্বক্ষনিক শ্রমিকদের খোজ-খবর নিয়ে কোন প্রকার সমস্যা হলে তাকে অবগত করতে নির্দেশ দেন।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম, কৃষি অফিসার কেএম কাউছার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ভোঁপাড়া ইউনিয়ন চেয়ারম্যান জানবক্ সারদার প্রমুখ উপস্থিত ছিলেন।

স/জে