আত্রাইয়ে ‘ফণী’ মোকাবেলায় প্রস্তুত ফায়ার সার্ভিস

আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ঘুর্ণিঝড় ফণী মোকাবেলায় উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বাতক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে।
আত্রাই উপজেলা ফায়ার সার্ভিস স্টশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ বলেছেন, যেকোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় আমার প্রস্তুত রয়েছি। ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
শুক্রবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্টেশন অফিসার এসব কথা বলেন। তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবেলায় করণীয় সম্পর্কে  স্থায়ী নির্দেশনা দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায়  ফায়ার সার্ভিসের একটি ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে শুধু সতর্কতাই নয় দুর্যোগের পূর্বে, দুর্যোগ চলাকালে বা দুর্যোগ পরবর্তী যেকোনো দায়িত্ব পালনের জন্যে সবাই প্রস্তুত রয়েছে।