আত্রাইয়ে নারী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন

আত্রাই প্রতিনিধি:

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন করেছে আত্রাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। মঙ্গলবার সকালে উপজেলা চত্বরের সামনে তারা এ মানববন্ধন করেন।

মানববন্ধনকালে বক্তারা বলেন, ‘নারীরা আজ ঘরে আবদ্ধ নেই। তারা এগিয়ে চলেছে। বর্তমানে দেশে যে উন্নয়ন হচ্ছে তার অর্ধেক নারীদের অবদান। নারীরা আজ শহর ও গ্রামাঞ্চলে পুরুষের পাশাপাশি সমানভাবে কাজ করছে। নারীদের সহযোগিতা ছাড়া বিশ্বের কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়। নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা আশা করছি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নতরাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে।’

পুরুষদের উদ্দেশ্য করে বক্তারা বলেন, ‘নারীদের কখনো অবহেলা করবেন না। তারাও মানুষ। নারীদেরও কাজ করে খাওয়ার অধিকার আছে।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাক্কামাম মাহমুদা, আত্রাই প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ মল্লিক, সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমুখ।

স/অ