আত্রাইয়ে গজমতখালী মৎস্য জীবি সমবায় সমিতির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
অবৈধ ভাবে নওগাঁর আত্রাই উপজেলার হাটকালু পাড়া ইউনিয়নে বিলসূতি বিলে উন্মূক্ত জলাশয়ে কৃষিজীবি মানুষের মাছ চাষ বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে গজমতখালী মৎস্যজীবিরা।  সোমবার দুপুরে হাটকালুপাড়ার বিলসুতি বিলে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে নেতৃত্বদেন গজমত খালী মৎস্য জীবি সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম ও সংগঠনটির সাধারন সম্পাদক মোঃ আব্দুল কাদের।

 
মানববন্ধনে বক্তব্য রাখেন গজমতখালী মৎস্য জীবি সমবায় সমিতি লিঃ  সদস্য মোঃ গোফ্ফার প্রামানিক, ময়নূর ইসলাম,মোঃ সিরাজুল ইসলাম মাষ্টার, সাবনাজ, মর্জিনা বেগম প্রমূখ। মানব বন্ধনে অংশনেন আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের পাহাড়পুর, বড়শিমলা ও হাটকালু পাড়া গ্রামের অসহায় দরিদ্র প্রায় ৩ হাজারমৎস্য জীবি পরিবারের সদস্যরা।

 
বক্তারা বলেন, আত্রাই উপজেলাধীন হাটকালু পাড়া গ্রামের কিছু সংখ্যক কৃষিজীবি নিজের স্বার্থ হাসিলের জন্য বিলের মধ্যে অবৈধ ভাবে বাঁধ নির্মান করে মাছ চাষের পরিকল্পনা গ্রহন করেছে যা সম্পূর্ন বে-আইনী।  আর বিলের মধ্যে এ বাঁধ নির্মাণ করলে এলাকার কয়েক হাজার অসহায় দূঃস্থ মৎস্য জীবিদের জীবিকার পথ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। তাই এ মানববন্ধন কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এলাকার এমপি ইসরাফিল আলম, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেন।


জরুরী ভিত্তিতে বিলসূতি বিলে উন্মূক্ত জলাশয়ে হাটকালু গ্রামের কৃষিজীবি আব্দুল জব্বার মাষ্টারের নেতৃত্বে ওসমান, মকবুল, নজরুল কালাম, খালেক, সামাদ, ওয়াজিদ মেম্বারসহ সংশ্লিষ্ট কাজে জরিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনসহ বিলের উন্মূক্ত জলাশয়ে অবৈধ বাঁধ নির্মান বন্ধের দাবী জানানো হয়।

 
এ কর্মসূচীর মাধ্যমে আরো জানানো হয় আগামী ১৫দিনের মধ্যে  বিলসূতি বিলের উন্মূক্ত জলায়ে অবৈধ বাঁধ ণির্মান বন্ধ না  করা হলে ঈদুল ফিতরের পর ২জুলাই আত্রাই উপজেলা চত্বরে বিক্ষোভ কর্মসূচী পালনে ঘোষনা দেন।

 

মানববন্ধন শেষে গজমতখালী মৎস্য জীবি সমবায় সমিতির পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমানকে একটি স্মারক লিপি প্রদান করা হয়।
স/শ