আত্রাইয়ে আন্ত:জেলা চোর চক্রের ৪ নারীসহ ১১জন গ্রেফতার


আত্রাই প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর মহিলা গ্রাহকের ভেন্টিব্যাগ থেকে কৌশলে ১ লাখ ৫০ হাজার টাকা চুরির ঘটনায় আন্ত:জেলা চোর চক্রের ৪ নারী সদস্যসহ পৃথক পৃথক মামলায় ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল শুক্রবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, উপজেলার বৈঠাখালী গ্রামের মৃত মহাতাবের স্ত্রী রোকেয়া বিবি (৬৩) গত ১৭ আগষ্ট এনজিও কর্তৃক প্রদত্ত ঋণের ২ লাখ টাকা সোনালী ব্যাংক আত্রাই শাখা থেকে উত্তোলন করেন। পরে ১ লাখ ৫০ হাজার টাকা তার ভেন্টিব্যাগে রেখে ৫০ হাজার টাকা তার একাউন্টে জমা দেয়ার জন্য কাউন্টারে দাঁড়ান। এ সময় বেশ কয়েকজন মহিলা তার কাছে ভিড় জমিয়ে কৌশলে তার ভেন্টিব্যাগে থেকে ১ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয়। পরে রোকোয়া বিবি দেখতে পান তার ভেন্টিব্যাগের চেইন খোলা এবং সেখারে রক্ষিত ১ লাখ ৫০ হাজার টাকা নেই।

এ সময় তিনি চিৎকার শুরু করলে ব্যাংকের লোকজন সিসি ফুটেজে দেখেন অজ্ঞাত কয়েকজন মহিলা তার ভেন্টিব্যাগ থেকে টাকা তুলে নিচ্ছেন। এদিকে ওই ভিডিও ফুটেজের সূত্র ধরে গত বৃহস্পতিবার বিকেলে আত্রাই দক্ষিণ (বিহারীপুর) রেলক্রসিংয়ের নিটক ৪ নারীকে ঘুরাঘুরি করতে দেখে একজন নারীকে তার ওড়না দেখে সনাক্ত করেন বাদি রাকেয়া বিবি।

এ সময় তাদের আটক করে পুলিশে সংবাদ দিলে পুলিশ তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো জামালপুর জেলার ইসরামপুর উপজেলার হাড়গিলা নতুনপাড়া গ্রামের আখিরুলের স্ত্রী স্বপনা বেগম (২৫), রাসেল মন্ডলের স্ত্রী মরিয়ম বেগম (২২), নয়ন শেখের স্ত্রী তানিয়া বেগম (৪০) ও নাটোরের গুরুদাসপুর উপজেলার বন্যাপাড়া গ্রামের সুরমা খাতুন (২৫)।

আত্রাই থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ওই টাকা চুরির কথা স্বীকার করেছেন।

এদিকে পুলিশের বিশেষ অভিযানে ওয়ান্টেভূক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার বিহারীপুর গ্রামের আতিকুল ইসলাম (২০), সাদ্দাম হোসেন (২৮), সাহেবগঞ্জ গ্রামের মিন্টু (৩৫), তেঁতুলিয়া গ্রামের রাজিব (২৫) ও পারপাঁচুপুর গ্রামের শহিদ শেখ (৪৮)। এ ছাড়াও হেরোইন ও এ্যাম্পুলসহ গত বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রেফতার করা হয় উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের আব্দুল মজিদ (৪২) ও খোলাপাড়া গ্রামের আলাউদ্দিন বাপ্পিকে (২৯)। আত্রাই থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান বলেন, গ্রেফতারকৃতদের গতকাল শুক্রবার নওগাঁ জেল হাজাতে পাঠানো হয়েছে।