শনিবার , ২ অক্টোবর ২০২১ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আত্মগোপনে থাকা ১০ আফগান দোভাষীকে তলব করলো তালেবান

Paris
অক্টোবর ২, ২০২১ ১২:৫১ অপরাহ্ণ

নেদারল্যান্ডসের হয়ে কাজ করা ১০ আফগান দোভাষীকে তলব করেছে তালেবান সরকার। আত্মগোপনে থাকা আফগানদের দ্রুত আদালতে মুখোমুখি হওয়ার আহ্বান জানানো হযেছে। তার ব্যতিক্রম ঘটলে তাদের পরিবারের সদস্যরা ক্ষতির সম্মুখীন হবে জানিয়ে চিঠিতে হুঁশিয়ারি করেছে তালেবান। শুক্রবার ডাচ রাষ্ট্রীয় টেলিভিশন এনওএস-এর প্রতিবেদেন এ তথ্য জানা গেছে।

তালেবান চিঠিতে জানিয়েছে, ‘অন্য বিশ্বাসঘাতকদের শিক্ষা দিতে আফগান দোভাষীদের চরম শাস্তির মুখোমুখি করা হবে’।

নেদারল্যান্ডসের হয়ে কাজ করা ১০ দোভাষীকে তালেবান চিঠি পাঠিয়েছে বলে জানিয়েছে এনওএস। চিঠিগুলোতে তালেবানের সিলমোহর রয়েছে। চিঠি পাওয়াদের মধ্যে এক আফগান আফগানিস্তানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পুলিশ সংস্থা ইউরোপোলের হয়ে কাজ করতেন। তালেবানের দাবি, ওই দোভাষী বিদেশিদের কাছ থেকে অর্থ নিয়েছেন, যা ‘অসম্মানজনক’।

আরেকজনকে লেখা চিঠিতে তালেবান উল্লেখ করেছে, ‘আমরা প্রতিশোধ নেব। আমরা যদি আপনাদের না পাই, তাহলে আপনাদের কাছের মানুষের সঙ্গে বসবো। তালেবান সরকারের দাবি, তাদের বেশ কয়েকজন যোদ্ধার মৃত্যুর জন্য দায়ী ছিলেন ওই দোভাষীরা।

আত্মগোপনে থাকা ওই ১০ আফগান দোভাষী এখন কোথায় আছেন বিষয়টি স্পষ্ট নয়। গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করার পর যুক্তরাষ্ট্র, ব্রিটেন, নেদ্যারল্যান্ডস সহ বিভিন্ন দেশের হয়ে কাজ করা অধিকাংশ আফগান দোভাষী আফগানিস্তান ত্যাগ করেছে। তাদের ক্ষমা ঘোষণার করলেও এখন দোভাষীদের তলব করলো তালেবান সরকার।- বাংলাট্রিবিউন

সর্বশেষ - আন্তর্জাতিক