আতিয়া মহল মামলা : ৫ দিনের রিমান্ডে ৩ আসামি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আতিয়া মহলে নিহত নারী জঙ্গি মঞ্জিয়ারা বেগম ওরফে মর্জিনার বোনসহ তিন জনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতে আতিয়া মহলের দায়েরকৃত মামলায় তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন পিবিআই পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা আবুল হোসেন। শুনানি শেষে আদালতের বিচারক মামুনুর রশিদ তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আজ যাদের রিমান্ড মঞ্জুর হয়েছে তারা হলেন আতিয়া মহলে অগ্নিসংযোগ ঘটিয়ে আত্মহুতি দেওয়া নারী জঙ্গি মঞ্জিয়ারা বেগম ওরফে মর্জিনার বোন আর্জিনা (১৯) ও তার স্বামী জহুরুল হক ওরফে জসিম (২৫) এবং অপর আসামি হাসান (২৬)।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, মর্জিনাকে বাড়ি থেকে এনে জঙ্গি বানানোর সহযোগিতার বিষয়ে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। আতিয়া মহলে মর্জিনার সঙ্গে আরো ৩ পুরুষ আত্মহত্যা করেন, তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সার্বিক বিষয়ে জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

২০১৭ সালের ৪ জুলাই আতিয়া মহলে সংঘঠিত জঙ্গি হামলার ঘটনায় এমএমপির মোগলাবাজার থানায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা হত্যা ও বিস্ফোরক মামলা দায়ের করা হয়।