আড়ানী সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৫.৮৫ ভাগ পাস


বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে ৯৫.৮৫ ভাগ পাশ করেছে। মোট পরীক্ষার্থী ছিল ১৯১ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন। অকতৃকার্য হয়েছে ৬ জন। মোট কৃতকার্য হয়েছে ১৮৫ জন। ফলাফলের বিষয়ে নিশ্চিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস।

কৃতকার্য পরীক্ষার্থী তাসনুবা জামান দিষ্টি জানায়, আমি সুন্দরভাবে এ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলাম। আমি ১৩০০ নম্বরের মধ্যে ১২০৬ নম্বর পেয়ে সফলতার সাথে কৃতকার্য হয়েছে। পড়ালেখা শেষ করে ইঞ্জিনিয়ার হওয়ার প্রত্যাশা করছি। আমার বাবা শহীদুজ্জামান শাহীদ সরকারি দলের রাজনীতি ও ব্যবসার সাথে জড়িত। মা রেখা জামান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমি সকলের কাছে দোয়া কামনা করছি।

এ বিষয়ে আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস বলেন, বরাবর এই বিদ্যালয়ের ফলাফল সন্তষ্টজন হয়ে আসছে। আগামীতে আরো ভাল করার চেষ্টা করা হবে।