আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে রাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি:

রাষ্ট্রায়াত্ব আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। অাজ সোমবার দুপুুর একটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয়’ ব্যানারে এই মানববন্ধন পালন করে।

পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী মোকসেদ আল হৃদয়ের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আলম, ফিনান্স বিভাগের শিক্ষার্থী আহসান হাবিব , ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সেলিহান আলিম, পপুলেশন সায়েন্স বিভাগের সুলতানা রাজিয়া, আইন বিভাগের শফিকুল ইসলাম। এসময় বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পরীক্ষা কেন্দ্র গুলোতে সীমিত সংখ্যক আসনের বিপরীতে অতিরিক্ত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেল। একই সিটে চারজন পরীক্ষা দিচ্ছে। এটা চরম অদক্ষতা। অনেক পরীক্ষার্থী পরীক্ষাই দিতে পারেন নি। এটা বিএসসির চরম অদক্ষতা। শিক্ষার্থীরা অনেক টাকা খরচ করে ঢাকায় পরীক্ষা দিতে গিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারছে না। এতে তাদের যেমন অর্থ অপচয় হচ্ছে, সময়ও নষ্ট হচ্ছে।

মানববন্ধনে সমন্বিত পদ্ধতিতে অনুষ্ঠিত এই নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, পরীক্ষা কেন্দ্রে অদক্ষ আসন বিন্যাস, ডিভাইস ব্যবহার, কেন্দ্র দখলসহ নানা অনিয়ম ও অদক্ষতার অভিযোগ তুলে তা বাতিল করে পুনারায় পরীক্ষা নেবার দাবি জানান শিক্ষার্থীরা। মানববন্ধনে অব্যাহত আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান কর্মসূচী পালন করবেন বলে জানান তারা।

স/অ