আজ পদ্মার পাড়ে ঘুড়ি উৎসব

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে তৃতীয় বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বাধীনতার ৪৭তম বছর পূর্তিতে “স্বাধীনতা উৎসব”। আজ শনিবার উৎসবে ঘুড়ি,ফানুস উড়ানো এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং কনসার্টের আয়োজন থাকছে।
উৎসবের আয়োজন করতে যাচ্ছে রাজশাহী স্বাধীনতা উৎসব কমিটি। উৎসব কমিটির আহব্বায়ক ও মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী একথা জানিয়েছেন। এই উৎসবে রাজশাহীর স্থানীয় প্রায় ৫০টি তরুণ সংগঠন অংশ নিচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এবারের উৎসবে মুক্তিযুদ্ধের সংগঠক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হবে । সন্ধ্যায় স্বাধীনতার ৪৭টি পূর্তিতে ৪৭টি ফানুস উড়িয়ে স্বাধীনতার উৎসব পালন করবে রাজশাহীর তরুণরা। সন্ধ্যার পর স্বাধীনতা কনসার্ট এ গান পরিবেশন করবে রাজশাহীর জনপ্রিয় ব্যান্ড রিভার্সন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির সন্মানিত অতিথিরা অংশ নেবেন বলে জানান আয়জকরা।
এদিকে বিকেল সাড়ে ৩টায় ঘুড়ি উৎসব এর মধ্য দিয়ে আয়োজন শুরু হবে। উক্ত উৎসব সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বলে আয়োজকরা জানায়।
স/আ