আজ কথাসাহিত্যিক শংকরের জন্মদিন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজকের দিনে জন্মগ্রহণ করেছেন অনেক মেধাবী মানুষ। এঁদের মধ্যে রয়েছেন বাংলা ভাষার কথাসাহিত্যিক শঙ্কর, যাঁর পুরো নাম মণিশংকর মুখোপাধ্যায়। ১৯৩৩ সালের আজকের এই দিনে যশোরের বনগ্রামে জন্মগ্রহণ করেন এই ধনু রাশির জাতক। তিনি একাধারে লেখক, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও গবেষক।

 

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগেই বাবা হরিপদ মুখোপাধ্যায়ের সঙ্গে তিনি কলকাতার হাওড়ায় চলে যান। তাঁর লেখা গ্রন্থগুলোর মধ্যে রয়েছে রসবতী, চরণ ছুঁয়ে যাই, রূপতাপস, ঘরের মধ্যে ঘর, সোনার সংসার, তীরন্দাজ, বঙ্গ বসুন্ধরা, শ্রীশ্রী রামকৃষ্ণ রহস্যামৃত, মরুভূমি, মনজঙ্গল, আশা-আকাঙ্ক্ষা, তীরন্দাজ ইত্যাদি।

শংকরের ‘সীমাবদ্ধ’ এবং ‘জন অরণ্য’ কাহিনী অবলম্বনে চলচ্চিত্র বানিয়েছেন পরিচালক সত্যজিৎ রায়। এ ছাড়া তাঁর ‘চৌরঙ্গী’ উপন্যাসটিও সিনেমা হয়েছে, যার মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন উত্তম কুমার।

শংকর ছাড়াও এদিনে জন্মগ্রহণ করেছেন চিত্রশিল্পী স্টুয়ার্ড ডেভিস, গণিতজ্ঞ গ্যাব্রিয়াল মার্সেল, এলি ওয়ালাচ, খন্দকার শাহাদাত হোসেন।

সূত্র: এনটিভি