আজ আমাদের শিক্ষা নেওয়ার দিন : নাজমুল

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

এক সময়ের প্রবল প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় করে দিয়েছে আয়ারল্যান্ড। এটা যেমন বিশ্বকাপের অন্যতম সেরা আপসেট, তেমনই ছোট দলগুলোর শক্তিমত্তার বহিঃপ্রকাশ। উইন্ডিজের মতো সোনালী অতীত ছিল না বাংলাদেশের। তবে ২০১৫-১৭ মৌসুম ছিল স্বপ্নের মতো।

তারপর থেকেই বাংলাদেশের ক্রিকেট যেন পথ হারায়। বর্তমানে তো অনেকটা পাড়ার দলের পর্যায়ে নেমে গেছে!পুঁচকে দলের কাছে উইন্ডিজের হেরে যাওয়া থেকে টাইগারদের শিক্ষা নিতে বললেন দেশের স্বনামধন্য কোচ নাজমুল আবেদিন ফাহিম। আজ শুক্রবার নিজের ফেসবুক আইডিতে ফাহিম লিখেছেন, ‘সোবার্স, রিচার্ড, লারার ওয়েষ্ট ইন্ডিজ দলকেও বিশ্বকাপের মূল পর্বে খেলার জন্য যুদ্ধ করতে হয় এবং সেই যুদ্ধে পরাজিত হয়ে মাথা নীচু করে মাঠ ছাড়তে হয়! বিশ্বকাপ শুরুর আগেই বিদায় নিতে হয়। আর ঠিক তার বিপরীত চিত্র দেখি আয়ারল্যন্ড, নেদারল্যন্ড, স্কটল্যন্ড এর বেলায়। ‘

বিশ্ব ক্রিকেটে ছোট দলগুলোর উঠে আসা নিয়ে তিনি আরও লিখেছেন, ‘এইসব কি হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা বা দুর্ঘটনা? আজকের দিনটা কেবলমাত্র ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসের সবচাইতে বিষাদময় দিন নয়; আজ আমাদের শিক্ষা নেয়ারও দিন। ওয়েস্ট ইন্ডিজের সোনালী অতীতের কথা বিবেচনা করে ওদের পাশে হয়তো সবাই থাকবে; কিন্তু আমাদের বিপদের দিনে কি আমরা কাউকে পাব? এখনও সময় আছে হয়তো!’