শনিবার , ২২ এপ্রিল ২০১৭ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আজানের শব্দ শ্রুতিমধুর: কঙ্গনা

Paris
এপ্রিল ২২, ২০১৭ ৫:৫৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজান প্রসঙ্গ নিয়ে এখনও সরগরম উপমহাদেশ। ভারতীয় সংগীতশিল্পী সনু নিগামের সেই বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গে এবার মুখ খুলেছেন বলিউডের আরেক তারকা কঙ্গনা রনৌত। তবে তিনি যেন একটু ‘কূটনৈতিকভাবে’ বিষয়টি উপস্থাপনের চেষ্টা করেছেন।

কঙ্গনা জানান, আজানের শব্দ তার শ্রুতিমধুর। তবে সনু নিগামের দিকটিও বিবেচনা করা দরকার বলে মত দিয়েছেন তিনি। কঙ্গনা মনে করেন, আজান নিয়ে বক্তব্যটি  ব্যক্তিগত মতামত ছিল এবং তার প্রতি সবার শ্রদ্ধা রাখা দরকার।

 

শুক্রবার এক অনুষ্ঠানে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই-এর পক্ষ থেকে কঙ্গনার কাছে সনুর মন্তব্য প্রশ্নে জানতে চাওয়া হয়। জবাবে কঙ্গনা বলেন, ‘আমি কারও বিষয়ে বলতে পারি না, কিন্তু নিজের ব্যাপারে বললে বলতে হয়, আমি সত্যিকার অর্থে আজান ভালোবাসি। কিন্তু তার মানে এই নয় যে তার বক্তব্য বিবেচনা করা ঠিক হবে না।’

 

কঙ্গনা আরও বলেন, ‘এমনকি লক্ষ্ণৌতে আমরা যখন শুটিং করছিলাম তখন আজানের শব্দ শুনলে আমার ভালো লাগতো। এটি শ্রুতিমধুর। আমি নিজের জন্য কথা বলছি। হোক তা কোনও ধর্মীয় কর্মকাণ্ড, হোক তা কোনও গুরুদুয়ারা, মন্দির কিংবা মসজিদ আমি সবকিছুকে ভালোবাসি। আমি সব জায়গায় যাই। আমরা ক্রিসমাসেও যোগ দিই। কিন্তু তার মানে এই নয় যে, তিনি (সনু) যা বলেছেন তা বিবেচনা করা যাবে না, এটি তার মতামত এবং এর জন্য তাকে সম্মান করা উচিত। এবং এ ধারণাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে আসাটাও চমৎকার, যেন এ নিয়ে আলোচনা করা যায়।’

 

উল্লেখ্য, বলিউডের সংগীতশিল্পী সনু নিগাম সোমবার (১৬ এপ্রিল) সকালে এক টুইট বার্তায় লেখেন, প্রতিদিন ভোরে আজানের ‘কর্কশ’ শব্দের কারণে ঘুম ভেঙে যায় তার। এজন্য তিনি বিরক্ত হন।

 
এখানেই থেমে থাকেননি সনু। এরপর আরকেটি টুইটে তিনি বলেন, ‘মোহাম্মদের সময় তো বিদ্যুৎ ছিল না। এখন মাইক্রোফোনে আজানে সুর অনেক কর্কশ।’ সনু তার টুইটে আজানের ধ্বনিকে ‘জোর করে চাপিয়ে দেওয়া’ বলে উল্লেখ করেন।

 
এমন মন্তব্যের পর তোপের মুখে পড়েন সনু। শুধু মুসলিম নয়,অমুসলিমরাও তার দিকে সমালোচনার তীর ছুঁড়তে শুরু করে।

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - বিনোদন