আউট না হয়েও সাজঘরে তামিম!

সিল্কসিটি নিউজ ডেস্ক:

চট্টগ্রাম টেস্টে তৃতীয় দিনের প্রথম দুই সেশনে পেশির টান নিয়েই ব্যাটিং করেছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। কিন্তু চা পান বিরতির পর আর ব্যাটিংয়ে নামেননি তিনি।

তামিম ‘রিটায়ার্ড হার্ট’ (আহত অবসর) হওয়ার আগে ২১৭ বলে ১৫টি বাউন্ডারিতে করেছেন ১৩৩ রান।

তামিমের চোটের বিষয়য়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, হাতে ক্র্যাম্প হওয়ায় তামিম ব্যাটিংয়ে নামতে পারছেন না। তিনি যদি সুস্থ বোধ করেন তাহলে আবার ব্যাটিংয়ে নামবেন।

বাংলাদেশ দলের প্রথম ইনিংসের ৫৮তম ওভারে প্রথমবারের মতো পেশিতে টান পড়ে তামিমের। দ্বিতীয়বার পেশিতে টান পড়ে চা পান বিরতির আগের ওভারে। দুবারই ব্যথার সঙ্গে লড়ে ব্যাটিং চালিয়ে যান তামিম। তামিমের জায়গায় খেলতে নেমেছেন লিটন দাস। তাকে নিয়ে ইতোমধ্যে ৫৭ রানের জুটি গড়েছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৯২ ওভারে শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৭৭ রান। ৩৭ ও ৩৩ রানে ব্যাট করছেন মুশফিক ও লিটন। এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং করে অ্যাঞ্জেল ম্যাথুসের ১৯৯ রানের দুর্দান্ত এক ইনিংসে ভর করে ৩৯৭ রান করে শ্রীলংকা। বাংলাদেশের হয়ে ৬ উইকেট নেন স্পিনার নাঈম হাসান। ৩ উইকেট নেন সাকিব আল হাসান।

সূত্র: যুগান্তর