আইপিএলে অবিক্রিত মুশফিককে ‘অপমান’ করল ভারতীয় ওয়েবসাইট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আগের আসরগুলোতে নিবন্ধন করেও দল না পাওয়ায় এবারের আইপিএলে নিবন্ধন করতে চাননি বাংলাদেশের পঞ্চপাণ্ডবদের অন্যতম উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

তবে খুব আগ্রহের সঙ্গেই মুশফিককে আইপিএল নিলামের আগে নিবন্ধন করতে বলেছিলেন আইপিএলের এক ফ্রাঞ্চাইজি।

ফ্রাঞ্চাইজিদের সেই অনুরোধের ফাঁদে পড়েন মুশফিক। তিনি নিবন্ধন করেন। কিন্তু নিলামে মুশফিককে দলে নিতে আগ্রহ দেখায় নি আইপিএলের কোনো ফ্রাঞ্চাইজি।

সৌরভ গাঙ্গুলীর শহরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর আইপিএলের নিলামে অবিক্রিতই রয়ে গেছেন বাংলাদেশের এই সেরা ব্যাটসম্যান।

এদিকে আইপিএলের কোনো ফ্রাঞ্চাইজি মুশফিককে কিনে না নেয়ায় তাকে নিয়ে কটাক্ষ করেছে ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

ক্রিকবাজ তাদের ওয়েবসাইটে মুশফিকের বিষয়ে লিখেছে, ‘১৩ মৌসুমেই নিবন্ধনকারী মুশফিক অবিক্রীত থেকে গেছেন। ১৩ মৌসুমেই অনাগ্রহের শিকার। এখন সে নাগিন ডান্স দিতে পারে।’

মুশফিকের মতো এবারের নিলামে অবিক্রিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান রুম্মন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

এবারের নিলামে ইউসুফ পাঠান ও স্টেইনের মতো তারকা ক্রিকেটারেরও কেনেনি কোনো ফ্রাঞ্চাইজি।

এই নিলামে দল পাননি পূজারা, স্টুয়ার্ট বিনি, টিম সাউদি, আন্ডু টাই, ডেল স্টেইন, মোহিত শর্মা, শাই হোপ, কুশল পেরেরা, নামান ওঝা, হেনরি ক্লাসেন, কলিন ডি গ্রান্ডহোম।