আইপিএলের ১০ দলের অধিনায়ক যারা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের খেলা শুরু হতে ৩ ঘণ্টাও বাকি নেই।

বাংলাদেশ সময় রাত ৮টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের লড়াই দিয়ে পর্দা উঠবে এবারের আসরের।

উদ্বোধনী ম্যাচের দল দুটি গত আসরের দুই ফাইনালিস্ট।  আর দল দুটিতে এবার অধিনায়কের পরিবর্তন এসেছে।  দুজনই ভারতীয় জাতীয় দলের অন্যতম তারকা।  কলকাতার অধিনায়ক হয়েছেন শ্রেয়াস আইয়ার আর চেন্নাইয়ের হয়েছেন রবিন্দ্র জাদেজা।

গত আসরে কলকাতার নেতৃত্ব দেন ইংলিশ তারকা এইউন মরগান। আর ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ছিলেন গত ১৪ বছর ধরে চেন্নাইয়ের অধিনায়ক।

গত আসরে বাজে পারফরম্যান্সের কারণে অধিনায়ক তো দূরের কথা দলই পাননি মরগান। অন্যদিকে মাত্র দুদিন আগে সবাইকে চমকে দিয়ে নেতৃত্ব থেকে সড়ে দাঁড়ান ধোনি।

অবশ্য কলকাতা-চেন্নাই নয়, আইপিএলের বেশ কয়েকটি দলেই এবার দেখা যাবে নতুন নেতৃত্ব। পাশাপাশি প্রথমবারের মতো আইপিএলে অধিনায়কত্ব করবেন তিনজন।

একনজরে দেখে নেওয়া যাক ১০ দলের এবারের আইপিএলে কোন দলের অধিনায়ক কে?

কলকাতা নাইট রাইডার্স – শ্রেয়াস আইয়ার

এবারের আসরে কলকাতার নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। সাবেক অধিনায়ক ইয়ন মরগ্যানকে ছেড়ে দিয়েছে দলটি। অন্যদিকে শ্রেয়াসও থাকতে পারেননি তার সাবেক দল দিল্লি ক্যাপিট্যালসে।

পাঞ্জাব কিংস – মায়াঙ্ক আগারওয়াল

এবারের আইপিএলে অধিনায়কত্বের অভিষেক হচ্ছে মায়াঙ্ক আগারওয়ালের। এর আগে দলটির অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল।

মুম্বাই ইন্ডিয়ান্স – রোহিত শর্মা

আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়ার কথা নয় মুম্বাইয়ের। এবারও তার অধীনে থাকছে মুম্বাই।  এ নিয়ে টানা দশমবারের মতো মুম্বাইয়ের অধিনায়কত্ব করতে চলেছেন তিনি।  তার অধীনে টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই।

সানরাইজার্স হায়দরাবাদ – কেইন উইলিয়ামসন

গতবারের মতো একবার কেইন উইলিয়ামসনের কাঁধেই থাকছে হায়দরাবাদের দায়িত্ব।  এ কিউই তারকা নিজ দেশের জাতীয় দলের অধিনায়ক। মেগা নিলামের আগেই এবার ১৪ কোটি রুপিতে তাকে দলে রাখে হায়দরাবাদ।

চেন্নাই সুপার কিংস – রবিন্দ্র জাদেজা

১৫তম আসরে অধিনায়কে পরিবর্তন আনল চেন্নাই সুপার কিংস। ভবিষ্যতের কথা চিন্তা করে দায়িত্ব ছেড়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তার জায়গায় চেন্নাইয়ের দায়িত্ব নিচ্ছেন তারকা অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু – ফাফ ডু প্লেসি

এবারই প্রথম আইপিএলে নেতৃত্ব দিতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি। বিরাট কোহলি দায়িত্ব ছাড়ার পর ডু প্লেসিকেই বেছে নিয়েছে ব্যাঙ্গালুরু।

দিল্লি ক্যাপিট্যালস – রিষভ পন্ত

এবারও দিল্লি ক্যাপিট্যালসের অধিনায়কত্ব করবেন রিষভ পন্ত। তার অধীনে গত আসরের প্লে অফে খেলেছে দিল্লি। এবার তাদের আশা থাকবে প্রথমবারের মতো শিরোপা জেতার।

রাজস্থান রয়্যালস – সানজু স্যামসন

সানজু স্যামসনের নেতৃত্বে গত আসরে মাত্র ৬ জয় নিয়ে আট দলের মধ্যে সপ্তম হয়েছিল দলটি। তবুও তার উপরই ভরসা করে এবার মাঠে নামছে রাজস্থান।

লক্ষনৌ সুপার জায়ান্ট – লোকেশ রাহুল

নতুন দলটি তাদের আইপিএল অভিষেকে চড়া দামে কিনে নিয়েছে লোকেশ রাহুলকে। আগের কয়েকটি আসরে পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

গুজরাট টাইটান্স – হার্দিক পান্ডিয়া

ইপিএলে অধিনায়কত্বের অভিষেক হতে চলেছে হার্দিক পান্ডিয়ারও। আইপিএলের দুই নতুন দলের একটি গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দেবেন তিনি। মেগা নিলামের আগে হার্দিককে দলে নিয়েছে গুজরাট।

 

সূত্রঃ যুগান্তর