আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিতে অ্যাপলের ওয়েবসাইট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিভিন্ন কারণেই গ্রাহকের ডিভাইসের ডেটা চায় আইনশৃঙ্খলা বাহিনী। তাদের জন্য একটি আলাদা ওয়েবসাইট তৈরি করছে অ্যাপল।

আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অনুরোধে ট্র্যাকিং ও প্রক্রিয়াকরণের জন্যই এমন ওয়েবসাইট বলে জানা যাচ্ছে।

বৃহস্পতিবার অ্যাপলের ওয়েবসাইটে জানানো হয়, ২০১৮ সাল শেষ হওয়ার আগেই আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য একটি অনলাইন পোর্টাল উন্মোচন প্রক্তিয়া শুরু হবে, এর মাধ্যমে সংস্থাগুলো আইনীভাবে গ্রাহকের ডেটার জন্য অনুরোধ করতে পারবেন, অনুরোধগুলো ট্র্যাক করা যাবে ও অ্যাপল থেকে ডেটা নেওয়া যাবে।

বিশ্বজুড়ে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে একটি দলও তৈরি করছে অ্যাপল।

এটি আমাদেরকে ছোট আকারের পুলিশ বাহিনী ও সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে আমাদের ক্ষমতা লক্ষণীয়ভাবে বৃদ্ধি করবে। এর মধ্যে কর্মকর্তাদের জন্য একটি অনলাইন প্রশিক্ষণ মডিউলও থাকবে।

দিন দিন অ্যাপলের কাছ থেকে বিভিন্ন দেশ তথ্য চাওয়ার পরিমাণ বাড়িয়েছে। ২০১৭ সালের জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে বিভিন্ন দেশের সরকারের পক্ষ থেকে ২৯ হাজার ৭১৮টি অ্যাপল ডিভাইসের তথ্য চাওয়া হয়েছে।

যার মধ্যে ৭৯ শতাংশ ডিভাইসের ডেটা সরবরাহ করা হয়েছে বলে জানায় মার্কিন প্রতিষ্ঠানটি।

এই সময়ের মধ্যে সরকারি ও অন্যান্য সংস্থার পক্ষ থেকেও ৩ হাজার ৩৫৮টি অ্যাপল অ্যাকাউন্টের তথ্যও চাওয়া হয়েছে। এর মধ্যে ৮২ শতাংশ অ্যাকাউন্টের তথ্য দিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যাপল জানায় তারা এই প্রক্রিাকে একটা কাঠামোর মধ্যে আনছেন। এজন্যই এমন উদ্যোগ। তবে ভুয়া পরিচয়েও অ্যাপলের কাছ থেকে তথ্য চাওয়ার পরিমাণ বেড়েছে আগের চেয়ে।

আইএএনএস অবলম্বনে