অলিম্পিকে ই-স্পোর্টস এখনই নয়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ই-স্পোর্টস গেইমিং আর অল্প কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই।

কিন্তু ই-স্পোর্টস ঘরানার প্রতিটি গেইম অতিরিক্ত আক্রমনাত্মক এবং উগ্র হওয়ায় সেগুলো কোনও ভাবেই অলিম্পিক গেইমসে যুক্ত করা যাবে না বলে জানিয়েছেন অলিম্পিক গেইমস কমিটির টমাস বাক।

তার মতে, অলিম্পিকসের অনেক খেলা, যেমন বক্সিং বা ফেন্সিংয়ের শুরু সত্যিকার যুদ্ধ বা মারামারি থেকে এলেও তার ধরন এবং খেলার নানাবিধ নিয়মাবলীর ফলে সেগুলো আর আক্রমনাত্মক বলা যাবে না। কিন্তু কাউন্টারস্ট্রাইক, ফর্টনাইট ব্য়াটল রয়্যাল বা ডটা ২-এর মত গেইমগুলোতে শুধু সরাসরি গোলাগুলিই নেই, কিছু ক্ষেত্রে শ্লেষ এবং হিংসাত্মক কাহিনীও রয়েছে।

অবশ্য তার মানে এই নয়, অলিম্পিক কমিটি ই-স্পোর্টস অন্তর্ভূক্ত করার বিরুদ্ধে। তারা চায়, গেইমগুলোতে কমানো হোক ভায়োলেন্স।

বিবিসি অবলম্বনে