আইওএস ১০.৩ সংস্করণে রয়েছে যেসব ফিচার

সিল্কসিটিনিউজ  ডেস্ক :

অ্যাপল আনুষ্ঠানিকভাবে তাদের ব্যবহারকারীদের জন্য আইওএস ১০.৩  সংস্করণ উন্মুক্ত করেছে। আইওএস ১১ সংস্করণ উন্মুক্তের আগে এটি বড় আপডেট বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন আপডেটে সেটিংস মেনুতে পরিবর্তন আনা হয়েছে। সেটিংসে প্রবেশ করলেই উপরে প্রদর্শিত হবে অ্যাপল আইডির প্রোফাইল। এতে আইটিউন, আইক্লাউড, ফ্যামিলি শেয়ারিংসহ অ্যাপল আইডির সকল তথ্য সম্পর্কে জানা যাবে।

এছাড়া একই আইডি ব্যবহার করে কোন কোন ডিভাইসে লগইন করা আছে তাও জানা যাবে।

 

আইক্লাউডে মেনুতে গেলেই দেখা যাবে স্টোরেজ বৃদ্ধি করতে কতো ডলার খরচ হবে। এখানে দেখা যাবে, আইক্লাউডে কোন ডিভাইস কতটুকু জায়গা নিয়েছে। অ্যাপল ম্যাপসের অ্যাপের ইন্টারফেইসেও আনা হয়েছে পরিবর্তন। ম্যাপের মাধ্যমে থ্রিডি টাচ ফিচার ব্যবহার করে লোকেশনে ক্লিক করে সেখানকার তাপমাত্রা সম্পর্কে জানা যাবে।

ম্যাসেঞ্জার অ্যাপে পডকাস্ট সরাসরি শোনার পাশাপাশি পূর্বে থাকা নিরাপত্তা বাগ ফিক্সড করা হয়েছে। এছাড়া অ্যাপস্টোর আপডেটের পাশাপাশি সিরিকে আরও উন্নত করা হয়েছে।

চলতি বছর জুনে আইওএস ১১ উন্মু্ক্ত করতে পারে অ্যাপল। এতে থাকবে আরও আপডেট। তবে নির্দিষ্ট করে দিন তারিখ এখনো জানায়নি টেক জায়ান্টটি।

সূত্র : টেকশহর