অ্যাকটিভ সিটিজেনসের ‘অ্যান্টিবায়োটিক সচেতনতায়’ ডকুমেন্টারি প্রদর্শন

নিজস্ব প্রতিবেদক:
ব্রিটিশ কাউন্সিলের অ্যাকটিভ সিটিজেনসের ৮২ তম ব্যাচের উদ্যোগে ‘অ্যান্টিবায়োটিক সচেতনতায়’ ডকুমেন্টারি প্রদর্শিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় রাজশাহী মেডিকেল কলেজের ডাঃ কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে ‘শীতার্তদের সাহায্যার্থে হাতে হাতে কনসার্ট’ অনুষ্ঠানে এই ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
এসময় ডকুমেন্টারির মাধ্যমে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বর্তমানে মানুষের জন্য কতটুকু হুমকি সে বিষয়ে দর্শকদের অবগত করা হয়। এছাড়াও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি, তা কিভাবে হয়, বাংলাদেশে এর প্রভাব ও মাত্রা, এই পরিস্থিতিতে আমাদের করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন অ্যাকটিভ সিটিজেনস’র ফ্যাসিলেটর শামসুননাহার সুইটি, ৮২তম ব্যাচের কোওর্ডিনেটর আবু ইখতিয়ার তাওহীদ, কো-কোওর্ডিনেটর আনন্দ, ওয়ালিউল মোহাম্মদ তূর্য, সদস্য বাবর মাহমুদ, জান্নাতুল ফেরদৌস সীমা, মাসুমা আখতার মৌ, জাকিয়া সুলতানা, এম ওবাইদুল্লাহ, আব্দুর রহিম, আবু আনন্দ নিটু, খন্দকার আদর আল ইমান, রবিউল ইসলাম রবিন, নাবিদুর রহমান, নাফিউল হাসান, মাহফুজ বাঁধন প্রমুখ।
অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল রেডিও পদ্মা এবং সহোযোগিতায় ছিল এন্টিবায়োটিক রেসিস্ট্যান্স এওয়ারনেস ফোরাম (আরাফ)।
স/অ