অস্ট্রেলিয়ার দাবানল নিয়ন্ত্রণের বাইরে, নিহত ১৮

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এরইমধ্যে ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে দাবানলে পুড়ে গেছে অন্তত আড়াইশো বাড়ি। জীবন বাঁচাতে সমুদ্র সৈকতে অবস্থান নিয়েছে হাজারো বাসিন্দা। নিউ সাউথ ওয়েলসে আগুনে মারা গেছে আরও একজন। এ নিয়ে অস্ট্রেলিয়ায় গত সেপ্টেম্বর থেকে চলমান দাবানলে মোট ১৮ জন মারা গেলেন।

দাউ দাউ করে জ্বলছে আগুন। এরমধ্য দিয়েই ছুটে চলছে ফায়ার সার্ভিস কর্মীরা। উদ্দেশ্য একটাই আগুন নিয়ন্ত্রণ। দৃশ্যটি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের।

দাবানলে এরইমধ্যে অঙ্গরাজ্যটির দুইশতাধিক বাড়ি পুড়ে গেছে। রাজ্যজুড়ে এখনো সক্রিয় আছে শতাধিক দাবানল। ইতোমধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। শনিবার থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ বলেন, রাজ্যজুড়ে ভয়াবহ অবস্থা বিরাজমান। গেল কয়েকদিনে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। আজও বেশ কয়েকজনের আহত ও নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। সামনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তবে, আগুন নিয়ন্ত্রণে আনতে আমরা সাধ্যমতো চেষ্টা করছি। সবাইকে নিরাপদে থাকার কথা জানানো হয়েছে। পাশাপাশি কোনো সমস্যায় পড়লে জরুরি নম্বরে যোগাযোগ করতে বলেছি।

এদিকে, পার্শ্ববর্তী ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে দাবানল ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত অন্তত ৫০ টি বাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। দাবানলের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগছে বলে জানিয়েছে দমকল কর্মীরা।

ভয়াবহ দাবানল উপকূলের দিকে ধেয়ে আসায় এলাকাগুলোর আতঙ্কিত হাজারও বাসিন্দা ও পর্যটক জীবন বাঁচাতে আশ্রয় নিয়েছেন সমুদ্রে। পরিস্থিতি মোকাবেলায় সামরিক বাহিনীর সাহায্য চাওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও কানাডার ফায়ারসার্ভিস কর্মীদের সহায়তাও চেয়েছে কর্তৃপক্ষ।

অস্ট্রেলিয়ায় দাবানলে গেলো চার মাসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। ১ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে গেছে ৫০ লাখ হেক্টর বনভূমি।