অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অবশ্যই বেতন কাটা উচিত: টেলর

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক টেলর মনে করেন করোনাভাইরাসের এই কঠিন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বেতন কাটা অনিবার্য।

করোনাভাইরাসের কারণে ক্রিকেট অস্ট্রেলিয়ার সব ধরনের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। যে কারণে ক্রিকেট অস্ট্রেলিয়ার ৮০ শতাশংশ কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস সম্প্রতি জানিয়েছেন ছুটিতে থাকা অবস্থায় কর্মীদের ২০ শতাংশ বেতন দেয়া হতে পারে। এর প্রভাব স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নার, টিম ম্যাটদের মাসিক পারিশ্রমিকের ওপর পড়তে পারে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সাবেক পরিচালক মার্ক টেলর ক্রিকেটাদের বেতন কাটার পক্ষে সায় দিয়েছেন। ৫৫ বছর বয়সী অস্ট্রেলিয়ান সাবেক টেস্ট অধিনায়ক টেলর বলেন, এই পরিস্থিতিতে যদি বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাটা হয় তাহলে ক্রিকেটারদের কেন হবে না। আমার বিশ্বাস এই পরিস্থিতি বিবেচনা করে ক্রিকেট বোর্ড এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটারস অ্যাসোসিয়েশন উভয়ে মিলে অদূর ভবিষ্যতের জন্য ভালো একটি সমাধানে আসবে।