অসুস্থতার জন্য বঙ্গ বিভূষন পাচ্ছেন না লতা

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

বঙ্গ বিভূষণ পাবেন লতা মঙ্গেশকর। এমনটাই সিদ্ধান্ত জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এবছর বঙ্গ বিভূষণে সম্মানিত করা হবে লতা মঙ্গেশকরকে।

বাংলা গানে লতার অবদানের জন্য দেওয়া হবে এই পুরস্কার। কথা ছিল পুজোর পরই মুম্বইয়ে গিয়ে লতা মঙ্গেশকরকে সম্মানিত করবেন মুখ্যমন্ত্রী।

তিনি এও জানিয়েছিলেন, লতা মঙ্গেশকরের সঙ্গে তার কথা হয়েছে। পুরস্কার নিতে রাজি হয়েছেন তিনি।

https://youtu.be/PF0Haq0ftyw?list=PLkQGwWhksS3ASwd3EZeB1I5NFlaDD1A6q

তবে সম্প্রতি জানা গেল এক্ষুনি তাঁকে দেওয়া হবে না বঙ্গ বিভূষণ৷

সা রে গা মা-র চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা জানালেন, লতা মঙ্গেশকর-এর শারিরীক অসুস্থতার জন্য পিছিয়ে দেওয়া হবে বঙ্গবিভূষণ পুরস্কার প্রদান অনুষ্ঠান।

হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েছেন৷ আর তাই এই সিদ্ধান্ত৷ সঞ্জীব গোয়েঙ্কা আরও জানান, অনুষ্ঠানটি নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে মুম্বইতে। কথামতো মুখ্যমন্ত্রীই যাবেন এই পুরষ্কার দিতে৷

প্রসঙ্গত দেশ-বিদেশে নানান সম্মান পেয়েছেন ‘সঙ্গীত সম্রাজ্ঞী’। ২০০১ সালে ভারতরত্নে সম্মানে ভূষিত করা হয় লতা মঙ্গেশকরকে। বাংলা গানে কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের অবদান অনস্বীকার্য। কাজেই বাংলার বাইরের মানুষ হওয়া সত্ত্বেও বঙ্গবিভূষণ সম্মান তাঁরই প্রাপ্য৷